স্ত্রীর গর্ভের সন্তান নষ্ট ও ডিভোর্সের অভিমানে স্বামীর আত্মহত্যা,


স্ত্রীর গর্ভের সন্তান নষ্ট ও ডিভোর্সের অভিমানে স্বামীর আত্মহত্যা,

কুমিল্লার হোমনায় স্ত্রীর গর্ভের চার মাসের সন্তান নষ্ট করা এবং ডিভোর্সের অভিমানে বিষপানে আত্মহত্যা করেছেন এক যুবক। নিহত ব্যক্তি উপজেলার চান্দেরচর ইউনিয়নের মাইঝচর-শোভারামপুর-২ গ্রামের জলিল মিয়ার ছেলে মো. নাজিম (২৭)। বুধবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

পরিবারের সূত্রে জানা যায়, এক বছর আগে একই গ্রামের হাবিব মিয়ার মেয়ে তানিয়া আক্তারের (২০) সঙ্গে নাজিমের বিয়ে হয়। তানিয়া চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। কয়েক দিন আগে তানিয়া তার বাবার বাড়ি গেলে তার পরিবার জানায়, তারা নাজিমের সঙ্গে আর তাদের মেয়ের সংসার চালাবে না এবং মেয়েকে অন্যত্র বিয়ে দেবে। এজন্য তারা তানিয়ার গর্ভের সন্তান নষ্ট করে এবং নাজিমকে না জানিয়ে ডিভোর্স দিয়ে দেয়। পরে ফোনে নাজিমকে ডিভোর্সের কথা জানানো হয়।

এ ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়ে নাজিম বাড়িতে থাকা বিষপান করেন। পরিবারের সদস্যরা তাকে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বৃহস্পতিবার বিকেলে ময়নাতদন্ত শেষে নাজিমকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।

নিহতের বড় ভাই সাজ্জাদ বলেন, "আমার ভাই সহজ-সরল মানুষ ছিল। তানিয়ার পরিবার তাকে অন্যত্র বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং গর্ভের সন্তান নষ্ট করে। এতে মানসিকভাবে ভেঙে পড়ে আমার ভাই আত্মহত্যা করে।"

এ ব্যাপারে মুরাদনগরের এসআই আলমগীর তালুকদার জানান, নাজিমের লাশ পোস্টমর্টেমের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হোমনা থানার ওসি জাবেদউল ইসলাম বলেন, "এ বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"