হোমনায় ছয় পা বিশিষ্ট বাছুরের জন্ম, এলাকায় চাঞ্চল্য


হোমনায় ছয় পা বিশিষ্ট বাছুরের জন্ম, এলাকায় চাঞ্চল্য

কুমিল্লার হোমনা উপজেলায় আক্তার হোসেন নামের এক কৃষকের গাভী ছয় পা বিশিষ্ট একটি বাছুরের জন্ম দিয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে মাথাভাঙ্গা ইউনিয়নের জগনাথকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

বাছুরটির চারটি পা স্বাভাবিক থাকলেও পেটের দুই পাশে অতিরিক্ত দুইটি পা রয়েছে। এমন দৃশ্য দেখে প্রথমে আতঙ্কিত হন গরুর মালিক আক্তার হোসেন। পরে চিকিৎসকরা জানান, ছয় পা থাকলেও বাছুরটির বেড়ে উঠতে কোনো সমস্যা হবে না। বাছুরটি সুস্থ আছে এবং স্বাভাবিকভাবে চলাফেরা করছে।

এ ব্যাপারে উপজেলা উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান বলেন, এমন ঘটনা খুবই বিরল এবং সচরাচর ঘটে না। তবে বাছুরটির কোনো সমস্যা হবে না বলে তিনি নিশ্চিত করেছেন।