পিকনিক গাড়িতে ছাত্রীদের ড্যান্স ভিডিও ভাইরাল, সমালোচনায় স্কুল
১১ মার্চ ২০২৫, ০৯:২২ পিএম

কুমিল্লার হোমনা উপজেলার ঐতিহ্যবাহী দুলালপুর চন্দ্রমণি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পিকনিকের গাড়িতে ছাত্রীদের গানের সঙ্গে ড্যান্সের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টিকটকে আপলোড করা হয়েছে। ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এবং নেটিজেন, স্কুলের সাবেক শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র সমালোচনার সৃষ্টি করে।
ভিডিওটি আপলোড করেছেন উক্ত স্কুলের জনৈক এক শিক্ষক। নেটিজেনরা প্রশ্ন তুলেছেন, এমন একটি স্বনামধন্য স্কুলের শিক্ষকরা কীভাবে ছাত্রছাত্রীদের নৈতিকতার শিক্ষা না দিয়ে অনৈতিক ড্যান্সের উৎসাহ দেন? আর সেই ড্যান্স বা গানের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার সাহসই বা কোথা থেকে পান? উক্ত শিক্ষকের নৈতিকতা নিয়েও প্রশ্ন উঠেছে।
অন্যদিকে, কোমলমতি ছাত্রীরা পিকনিকের গাড়িতে এমন উন্মুক্ত ড্যান্স করল কেন, তা নিয়েও আলোচনা চলছে। অভিভাবকদের মধ্যে থেকে প্রশ্ন উঠেছে, ছাত্রীদের পারিবারিক নৈতিক শিক্ষা কতটুকু আছে? উল্লেখ্য, পিকনিকের গাড়িতে প্রায় ৪০ জন ছাত্রী ছিল, কিন্তু ড্যান্স করেছে মাত্র ২-৩ জন। বাকি ছাত্রীরা ড্যান্স করেনি, যা তাদের পারিবারিক শাসন ও নৈতিকতার প্রমাণ দেয়।
নেটিজেনরা স্কুল ম্যানেজমেন্টের প্রতি আহ্বান জানিয়েছেন, বিষয়টি গভীরভাবে তদন্ত করে দায়ী ব্যক্তিদের যথাযথ শাস্তি নিশ্চিত করার জন্য। চন্দ্রমণি স্কুলের ইতিহাস, ঐতিহ্য ও মানসম্মান বজায় রাখা জরুরি বলে তারা মনে করেন।
সারাদেশ এর আরও লেখা

হোমনায় ছয় পা বিশিষ্ট বাছুরের জন্ম, এলাকায় চাঞ্চল্য

পিকনিক গাড়িতে ছাত্রীদের ড্যান্স ভিডিও ভাইরাল, সমালোচনায় স্কুল

দেড় ডজন মামলার আসামী হোমনার সাবেক ভাইস চেয়ারম্যান মকবুল পাঠান

গজারিয়ায় মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা ও গাঁজা

হোমনায় নারী নির্যাতন ও বিচারহীনতার প্রতিবাদে মানববন্ধন, ছাত্রদলের
