দেড় ডজন মামলার আসামী হোমনার সাবেক ভাইস চেয়ারম্যান মকবুল পাঠান
১১ মার্চ ২০২৫, ০৯:১১ পিএম

কুমিল্লা জেলার হোমনা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও আসাদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মকবুল হোসেন পাঠানকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে খিলগাঁও থানা পুলিশ। মকবুল পাঠানের বিরুদ্ধে মধ্য প্রাচ্যে নারী পাচার, হত্যা চেষ্টাসহ দেড় ডজন মামলা রয়েছে।
বৃহস্পতিবার গভীর রাতে গোড়ান ট্যাম্পু স্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন। তিনি জানান, খিলগাঁও থানায় দায়েরকৃত হত্যা চেষ্টা মামলায় মকবুল হোসেন পাঠানকে গ্রেপ্তার করা হয়েছে। মো. বাকের (৫২) নামে এক ভুক্তভোগী গত ১৭ অক্টোবর খিলগাঁও থানায় মামলাটি দায়ের করেন।
গ্রেপ্তারকৃত মকবুল পাঠানের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি দাউদ হোসেন। মকবুল পাঠানের বিরুদ্ধে আরও বেশ কিছু মামলা রয়েছে, যার মধ্যে নারী পাচার ও হত্যা চেষ্টার মামলা উল্লেখযোগ্য।
স্থানীয় সূত্রে জানা যায়, মকবুল পাঠান দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তাঁর গ্রেপ্তারে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে বলে জানা গেছে।
সারাদেশ এর আরও লেখা

হোমনায় ছয় পা বিশিষ্ট বাছুরের জন্ম, এলাকায় চাঞ্চল্য

পিকনিক গাড়িতে ছাত্রীদের ড্যান্স ভিডিও ভাইরাল, সমালোচনায় স্কুল

দেড় ডজন মামলার আসামী হোমনার সাবেক ভাইস চেয়ারম্যান মকবুল পাঠান

গজারিয়ায় মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা ও গাঁজা

হোমনায় নারী নির্যাতন ও বিচারহীনতার প্রতিবাদে মানববন্ধন, ছাত্রদলের
