গজারিয়ায় মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা ও গাঁজা
১১ মার্চ ২০২৫, ০৯:০৫ পিএম

গজারিয়া থানার বড়ইকান্দি ভাটেরচর গ্রাম এলাকা থেকে আজ বিকেলে "অপারেশন ডেভিল হান্ট" পরিচালনা করে পুলিশ। এ অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ আলী হোসেন (৪৯) এবং ৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী সাকুল (৪০)কে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত মোঃ আলী হোসেন পিতা মৃত ওলি আহম্মেদ, গ্রাম- বড়ইকান্দি ভাটেরচর, উপজেলা/থানা- গজারিয়া, মুন্সিগঞ্জ। অন্যজন সাকুল (৪০), পিতা- হোসেন পাঠান, গ্রাম- গনিয়ার চর, থানা- হোমনা, জেলা- কুমিল্লা, বর্তমানে ভাটেরচর (মায়া রাণীর বাড়ির ভাড়াটিয়া), থানা- গজারিয়ায় বসবাস করছেন।
এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার আলম আজাদ জানান, মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এই অভিযানে পুলিশের সফলতা এলাকাবাসীর মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। স্থানীয়রা মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছেন।
সারাদেশ এর আরও লেখা

হোমনায় ছয় পা বিশিষ্ট বাছুরের জন্ম, এলাকায় চাঞ্চল্য

পিকনিক গাড়িতে ছাত্রীদের ড্যান্স ভিডিও ভাইরাল, সমালোচনায় স্কুল

দেড় ডজন মামলার আসামী হোমনার সাবেক ভাইস চেয়ারম্যান মকবুল পাঠান

গজারিয়ায় মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা ও গাঁজা

হোমনায় নারী নির্যাতন ও বিচারহীনতার প্রতিবাদে মানববন্ধন, ছাত্রদলের
