হোমনায় নারী নির্যাতন ও বিচারহীনতার প্রতিবাদে মানববন্ধন, ছাত্রদলের


হোমনায় নারী নির্যাতন ও বিচারহীনতার প্রতিবাদে মানববন্ধন, ছাত্রদলের

দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে হোমনা সরকারি কলেজ ছাত্রদল একটি মানববন্ধন কর্মসূচির আয়োজন করেছে। গতকাল হোমনা সরকারি কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত এই মানববন্ধনে হোমনা উপজেলা ও পৌর ছাত্রদলের নেতৃবৃন্দসহ স্থানীয় ছাত্র-জনতা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা নারী নির্যাতনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেন এবং দ্রুততম সময়ের মধ্যে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান। তারা বলেন, "আমরা এই মানববন্ধনেই থেমে থাকব না। যদি অবিলম্বে আছিয়া ধর্ষণ মামলার বিচার না হয়, তাহলে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটি স্লোগান নিয়ে মাঠে নামবো— 'ধর্ষকের ফাঁসি দে, নাইলে গদি ছাইড়া দে'।"

উপস্থিত ছাত্রনেতারা আরও বলেন, নারী নির্যাতন ও ধর্ষণের মতো জঘন্য অপরাধের বিচারহীনতা সমাজে অপরাধীদের উৎসাহিত করছে। তারা সরকার ও প্রশাসনের প্রতি আহ্বান জানান, নারী নির্যাতনের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ এবং দ্রুত বিচার নিশ্চিত করতে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হয়ে সমাজে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা আশা প্রকাশ করেন, তাদের এই আন্দোলন নারী নির্যাতন বন্ধে এবং বিচারহীনতার সংস্কৃতি দূর করতে কার্যকর ভূমিকা রাখবে।